তিনদিনের জন্য বসছে বিধানসভার শীতকালীন অধিবেশন

আগরতলা : তিনদিনের জন্য বসছে বিধানসভার শীতকালীন অধিবেশন। ১০ জানুয়ারি শুরু হবে অধিবেশন। বুধবার বিধানসভার কনফারেন্স হলে হয় বিএসি-র বৈঠক। ১০ জানুয়ারি থেকে শুরু হবে ত্রিপুরা বিধানসভার শীতকালীন অধিবেশন। বিধানসভার শীতকালীন অধিবেশনকে সামনে রেখে বুধবার বিধানসভার কনফারেন্স হলে হয় বিএসি কমিটির বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, উপাধ্যক্ষ রাম প্রসাদ পাল, মন্ত্রী রতন লাল নাথ, মন্ত্রী সুশান্ত চৌধুরী, মন্ত্রী অনিমেষ দেববর্মা, বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়, বিধায়ক বীরজিৎ সিনহা সহ বিএসি কমিটির সকল সদস্য সদস্যা ও আধিকারিকরা। বৈঠক শেষে মন্ত্রী রতন লাল নাথ জানান বৈঠকে সিদ্ধান্ত হয়েছে ৩ দিনের জন্য অধিবেশন বসবে। ১০ জানুয়ারি রাজ্যপালের ভাষণের মধ্যদিয়ে অধিবেশন শুরু হবে। ১০, ১৩ ও ১৫ জানুয়ারি বিধানসভার অধিবেশন বসবে। মার্চ মাসে বাজেট অধিবেশন বসবে। শীতকালীন অধিবেশনে দুই- তিনটি বিল আসতে পারে।

Related posts

টি এফ এ পরিচালিত কাজল স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করলো টাকারজলা দ্বাদশ

PACS to be computerized, multi-purpose PACS at Panchayat level Soon: CM

ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় জি আর পির জালে রাজ্য ও বহিঃরাজ্যের ৯ জন