আগরতলা : বর্তমানে রাজ্যে রক্তদান শিবিরের সংখ্যা আগের তুলনায় হ্রাস পেয়েছে। রক্তদানে উৎসাহ হারাচ্ছেন মানুষ। তাই মানবিকতার দিক থেকে রক্তদানে সকলকে উৎসাহ দিতে হবে। শনিবার এক রক্তদান শিবিওরে একথা বললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার।এদিন সিপিআইএম প্রেস লোকাল কমিটির ১১ তম সম্মেলনকে সামনে রেখে হয় রক্তদান শিবির। রাজধানীর মেলারমাঠস্থিত ডেইলি দেশের কথা অফিসে হয় এই রক্তদান শিবির। শিবিরে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, সি পি এম নেতা নারায়ণ কর, রমা দাস, রতন ভৌমিক, অমল চক্রবর্তী সহ অন্যরা।এদিনের শিবিরে রক্তদাতারা উৎসাহের সাথে রক্তদান করেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার রক্ত দাতাদের উৎসাহ দেন। শিবির নিয়ে মানিক সরকার বলেন,রক্তদানের ক্ষেত্রে যাদের মনে ভয় রয়েছে, তাদের সেই ভয় ভাঙ্গতে হবে। রক্তদানের পাশাপাশি চুক্ষু দানের জন্য সকলকে এগিয়ে আশার আহ্বান জানান তিনি। শিবিরকে ঘিরে বেশ সাড়া পড়ে। এই প্রথম সিপিএম প্রেস লোকাল রক্তদান শিবির করলো।
বর্তমানে রাজ্যে রক্তদান শিবিরের সংখ্যা আগের তুলনায় হ্রাস পেয়েছে—মানিক সরকার
30