আগরতলা : দেশব্যাপী ব্যাঙ্ক শিল্পে ধর্মঘটে শামিল হবেন ত্রিপুরার ব্যাঙ্ক কর্মচারী ও অফিসাররা। ইউনাইটেড ফোরাম ফর ব্যাঙ্ক ইউনিয়নের ডাকে হচ্ছে ২৪ ও ২৫ মার্চ দেশ ব্যাপী ব্যাঙ্ক শিল্পে ধর্মঘট। এই ব্যাঙ্ক ধর্মঘটের সমর্থনে শুক্রবার রাজধানী আগরতলা শহর সহ বেশ কয়েকটি ব্যাঙ্কের সামনে বিক্ষোভ প্রদর্শন করল ব্যাঙ্ক কর্মীরা। এদিন বিকেলে এস বি আই-র মেলারমাঠ কার্যালয়, গ্রামীণ ব্যাঙ্কের সদর কার্যালয় ও পি এন ভি সার্কেল অফিসের সামনে তারা পৃথক পৃথক ভাবে ধর্মঘটের সমর্থনে বিক্ষোভ দেখান। সংগঠনের নেতা সঞ্জয় দত্ত জানান ১৪ দফা দাবিকে সামনে ২৪ ও ২৫ মার্চ দেশব্যাপী ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। এই ধর্মঘটকে সফল করার জন্য বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। তারই অঙ্গ হিসাবে প্রতীকী বিক্ষোভ প্রদর্শন। আগামিদিনে আগরতলা শহরে র্যা লি সংগঠিত করা হবে। ব্যাঙ্কে কর্মী নিয়োগ, ব্যাঙ্কের কাজের দিন সপ্তাহে ৫ দিন করা সহ ১৪ দাবিতে তাদের ধর্মঘট। তাদের অভিযোগ , ব্যাঙ্কগুলিতে কর্মী সংকট থাকা সত্ত্বেও নিয়োগ করা হচ্ছে না। এছাড়াও বিভিন্ন দাবি রয়েছে।
ব্যাঙ্ক শিল্পের ধর্মঘটের সমর্থনে আগরতলা তিন জায়গায় পৃথক পৃথক বিক্ষোভ কর্মসূচী
4