আগরতলা : ১৩ ডিসেম্বর রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণে প্রদেশ বিজেপির উদ্যোগে অনুষ্ঠিত হবে মহা যোগদান সভা। এই সভায় সমগ্র রাজ্য থেকে মানুষ বিরোধী শিবির ত্যাগ করে বিজেপি দলে যোগদান করবে। মঙ্গলবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই সংবাদ জানান প্রদেশ বিজেপির সাধারন সম্পাদক বিপিন দেববর্মা। সাংবাদিক সম্মেলনে তিনি আরও জানান যোগদান সভাকে সফল করার জন্য ২ ডিসেম্বর থেকে কাজ শুরু হয়ে গেছে। প্রতিটি মণ্ডলে একজনকে পর্যবেক্ষক হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রতিটি মণ্ডল থেকে কি ভাবে মানুষ যোগদান সভায় আসবে তা দেখবে পর্যবেক্ষকরা। এই যোগদান সভায় ৫ হাজারের অধিক মানুষ বিজেপি দলে যোগদান করবে। দক্ষিন, গোমতী ও সিপাহীজলা জেলা থেকে আসা গাড়ি গুলি পার্কিং করা হবে উমাকান্ত ময়দানে। উত্তর জেলা, ধলাই জেলা থেকে আসা গাড়ি গুলি পার্কিং করা হবে আস্তাবল ময়দানে। খোয়াই, কমলপুর, মোহনপুর থেকে আসা গাড়ি গুলি পার্কিং করা হবে গুর্খাবস্তি এলাকায়।
১৩ ডিসেম্বর রাজধানীতে অনুষ্ঠিত হবে প্রদেশ বিজেপির মহা যোগদান সভা
13