আগরতলা : মানুষের শরীরে প্রয়োজনের তুলনায় বেশি রক্ত থাকে। শরীরের অতিরিক্ত দান করলে কোন ক্ষতি নেই। তিন মাস পর পর এমনিতেই শরীরের রক্ত নষ্ট হয়ে যায়। তাই তিন মাস পর পর রক্তদান করলে ভালো। আগরতলা ডিড রাইটার্স এসোসিয়েশনের ৭০ তম প্রতিষ্ঠা দিবসে রক্তদান শিবিরে একথা বললেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।আগরতলা ডিড রাইটার্স এসোসিয়েশনের ৭০ তম প্রতিষ্ঠা দিবস পালন করা হয় শুক্রবার। আগরতলা ডিড রাইটার্স এসোসিয়েশনের ৭০ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। আগরতলা কোর্ট চত্বরে ডিড রাইটার্স এসোসিয়েশনের অফিসে রক্তদান শিবিরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা ডিড্ রাইটার্স এসোসিয়েশনের সদস্য তথা সমাজসেবী শ্যামল কুমার দেব এবং সম্পাদক প্রদীপ কুমার পাল সহ অন্যান্যরা।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন মুখ্যমন্ত্রী রাজ্যে প্রায় ৪০ হাজার ইউনিট প্রতি বছর রক্তের প্রয়োজন। বিগত অর্থ বছরে ৪০ হাজার ইউনিটের বেশি রক্ত সংগ্রহ হয়েছে। সকলকে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান মুখ্যমন্ত্রী। রক্তের চাহিদা ও যোগানের মধ্যে সামঞ্জস্য রক্ষার জন্য সকলকে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান মুখ্যমন্ত্রী। এদিন শিবিরে রক্তদাতাদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়।
মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে ডিড রাইটার্স এসোসিয়েশনের প্রতিষ্ঠা দিবসে রক্তদান শিবির
35