195
আগরতলা : রাজ্যে যে শান্তি বিরাজ করছে সেই মহল যাতে আরও সমৃদ্ধ হয় শায়মা মায়ের কাছে প্রার্থনা করলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার।প্রতিবছর শ্যামামায়ের আরাধনায় ব্রতী হয় আগরতলা জিবি বাজার এলাকার রামকৃষ্ণ ক্লাব। পূজাকে কেন্দ্র করে সামাজিক কর্মসূচীও গ্রহণ করে থাকে অন্যান্য পূজা উদ্যোক্তাদের মতো।এবছরও এর ব্যতিক্রম ঘটেনি।রবিবার আলোর উৎসবের দিনে সামাজিক কাজ হাতে নেয় ক্লাব। এদিন সকালে ক্লাব প্রাঙ্গণে হয় রক্তদান শিবির। উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, মেয়র ইন কর্পোরেটর হীরালাল দেবনাথ, কর্পোরেটর প্রদীপ চন্দ, জয়া ধানুক সহ ক্লাবের সভাপতি, সম্পাদক।এদিন রক্তদানের পাশাপাশি দুঃস্থদের হাতে বস্ত্র তুলে দেওয়া হয়। অতিথিরা বস্ত্র তুলে দেন।