আগরতলা : দলমত নির্বিশেষে প্রতিটি মানুষের জন্য পরোপকারী রাজনৈতিক ভাবে অভিজ্ঞতা সম্পন্ন এবং রসিক ব্যক্তিত্ব ছিলেন প্রয়াত বিধায়ক সুরজিত দত্ত। যিনি তথাকথিত প্রতিবন্ধকতাকে তোয়াক্কা না করে একজন সহজ- সরল জনদরদী মানুষ হিসেবে মানুষের সঙ্গে থেকে কাজ করেছেন। রামনগরের সাতবারের বিধায়ক সুরজিত দত্তের শোক সভায় একথা বললেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক।
মঙ্গলবার মজদুর মনিটরিং সেলের উদ্যোগে প্রয়াত বিধায়ক সুরজিত দত্তের স্মরণ সভা করা হয়।এদিন রাজধানীর জয়পুর এলাকায় হয় স্মরণ সভা। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, মজদুর মনিটরিং সেলের নেতৃত্ব বিপ্লব কর সহ অন্যরা। সকলে প্রয়াতের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। আলোচনা করতে গিয়ে প্রতিমা ভৌমিক বলেন, বড় মনের মানুষ ছিলেন প্রয়াত বিধায়ক সুরজিত দত্ত। প্রয়াত বিধায়ক প্রত্যেকের মধ্যে জিবিত থাকবেন কাজের মাধ্যমে। সুনুদা সেবার যে দৃষ্টান্ত স্থাপন করেছেন সেই দৃষ্টান্তকে অনুসরণ করলে সত্যিকারের রাজনেতা হতে পারবেন। সুনুদার অসমাপ্ত কাজকে দুর্বার গতিতে এগিয়ে নিয়ে যাওয়ার শপথ নেওয়ার কথা বললেন কেন্দ্রীয় প্রতি মন্ত্রী।