আগরতলা : চলতি মাসের ২৯ তারিখ থেকে ৩১ তারিখ পর্যন্ত চলবে সিপিএম এর ২৪ তম রাজ্য সম্মেলন। এই সম্মেলনের বার্তা ছড়িয়ে দিতে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে।সিপিআইএম ত্রিপুরা রাজ্য কমিটির ২৪ তম রাজ্য সম্মেলনকে সামনে রেখে মঙ্গলবার অনুষ্ঠিত হয় স্বেচ্ছায় রক্তদান শিবির। সিপিআইএম সদর মহাকুমা কমিটির উদ্যোগে মেলারমাঠস্থিত ভানু ঘোষ স্মৃতি ভবনে হয় রক্তদান শিবির। উপস্থিত ছিলেন বিধানসভার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, অমল চক্রবর্তী সহ অন্যান্য নেতৃত্ব। রক্তদান শিবিরে এদিন সিপিআইএম কর্মী সমর্থকরা উৎসাহের সাথে রক্তদান করে। প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার জানান সিপিআইএম-এর রাজ্য সম্মেলন মানে রাজনৈতিক সাংগঠনিক উৎসব। মানুষের ভালোর জন্য আগামিদিনে আর কি কি কাজ করা যায়, সেই বিষয়ে এই উৎসবে আলোচনা হবে। রক্তদানের বিষয়ে বলতে গিয়ে তিনি বলেন রক্তদান কোন নতুন বিষয় নয়। সিপিআইএম অনেক দিন ধরে রক্তদান শিবিরের আয়োজন করে আসছে। ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায় রক্তদাতাদের মধ্যে।
সিপিএম সদর মহকুমার রক্তদান শিবিরে মানিক- জিতেন
35
previous post