33
আগরতলা : ত্রিপুরা, মেঘালয় ও মণিপুরের পূর্ণ রাজ্য দিবস উদযাপন করা হয় রাজ ভবনে। মঙ্গলবার বিকেলে হয় অনুষ্ঠান। উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। এতে অংশ নেন বিভিন্ন স্তরের আধিকারিক ও বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে অংশ নেন ত্রিপুরায় লেখাপড়া কিংবা কর্মসূত্রে বসবাস করা মণিপুর ও মেঘালয়ের লোকজনেরা। তাদের সঙ্গে মতবিনিময় করেন রাজ্যপাল। আলোচনা করতে গিয়ে রাজ্যপাল ত্রিপুরাবাসীকে শুভেচ্ছা জানান। এছাড়া মণিপুর ও মেলাঘাল্যের লজকজনের সঙ্গে কথা বলে সে সব রাজ্যের বিভিন্ন বিষয় সম্পর্কে অবগত হয়েছেন বলে জানান।