আগরতলা : বর্ণময় রেলির মাধ্যমে ২৬ জানুয়ারি শুরু হবে রাজধানীর মহাত্মা গান্ধী মেমোরিয়াল উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের ৭৫ তম বর্ষ উপলক্ষে এক বছর ব্যাপী কর্মসূচীর। ২৬ জানুয়ারি থেকে এবছর ব্যাপী কর্মসূচির সুচনা হবে বর্ণাঢ্য রেলির মাধ্যমে। মঙ্গলবার বিদ্যালয়ে সাংবাদিক সম্মেলন করে বছর ব্যাপী কর্মসূচির বিষয়ে বিস্তারিত জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক। সাংবাদিক সম্মেলনে তিনি জানান ২৬ জানুয়ারি মহাত্মা গান্ধী মেমোরিয়াল উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস। প্রতি বছর ২৬ জানুয়ারি বর্ণাঢ্য সংগঠিত করা হয়। এই বছর বিদ্যালয় ৭৫ বছরে পদার্পণ করবে। তাই এই বছর বড় আকারে বর্ণাঢ্য রেলি করা হবে। এর সুচনা করবেন সাংসদ রাজীব ভট্টাচার্য। পাশাপাশি ২৮ ও ২৯ জানুয়ারি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এর বিভিন্ন পর্যায়ে চলবে কর্মসূচী।
২৬ জানুয়ারি বছর ব্যাপী কর্মসূচীর সূচনা হবে মহাত্মা গান্ধী মেমোরিয়াল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের
22
previous post