আগরতলা : ৪ দফা দাবিতে সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের অধিকর্তার কাছে ডেপুটেশন দিল ত্রিপুরা মহিলা সংগ্রাম পরিষদ। তাদের অভিযোগ সরকারি নিয়ম মেনে আবেদন করার পরেও একাংশ মহিলা-পুরুষ সামাজিক ভাতা পাচ্ছেন না। তাই যাদের সামাজিক ভাতা পাওয়ার যোগ্য তাদের ভাতা দেওয়ার দাবি জানালেন ত্রিপুরা মহিলা সংগ্রাম পরিষদ। মঙ্গলবার সংগঠনের তরফে স্মারকলিপি জমা দেওয়া হয় সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরে। প্রতিনিধি দলে ছিলেন সাধারণ সম্পাদিকা রিজিয়া খাতুন সহ অন্যরা। তাদের দাবির মধ্যে রয়েছে সামাজিক ভাতার জন্য আবেদনকারী সকলের ভাতা মঞ্জুর,সমস্ত সামাজিক ভাতা ৬ হাজার টাকা করা, ভাতা প্রতি মাসে নিয়মিতভাবে দেওয়া সহ ৪ দফা দাবি তাদের। এখন দেখার দপ্তর ত্রিপুরা মহিলা সংগ্রাম পরিষদের দাবি গুলি পূরণে কি ভূমিকা গ্রহণ করে?
ত্রিপুরা মহিলা সংগ্রাম পরিষদের স্মারকলিপি সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরে
35
previous post