আইনজীবী অরিন্দম ভট্টাচার্য আক্রান্ত হাইলাকান্দি পেশাগত কাজে গিয়ে

আগরতলা : আসামে গিয়ে আক্রান্ত ত্রিপুরার এক আইনজীবী। পেশাগত কাজে পার্শ্ববর্তি রাজ্যে গিয়ে আক্রান্ত ত্রিপুরার এক আইনজীবী। আক্রান্ত আইনজীবীর নাম অরিন্দম ভট্টাচার্য। ঘটনাটি ঘটে মঙ্গলবার বিকেলে আসামের হাইলাকান্দি এলাকায়। জানা গেছে একটি মামলায় আইনি লড়াইয়ের জন্য আইনজীবী গিয়েছিলেন হাইলাকান্দি। ফেরার পথে উনার গাড়ির উপরে আক্রমণ করে কতিপয় লোকজন। শারীরিক ভাবে নিগ্রহ করা হয় আইনজীবী ও গাড়ির চালককে। ঘটনা আগরতলায় এসে পৌঁছতেই ত্রিপুরা বার এসোসিয়েশনের সভাপতি ও সম্পাদক তৎক্ষণাৎ পশ্চিম জেলা পুলিস প্রশাসনের দ্বারস্থ হন। পুলিসের তরফে সেখানকার পুলিসের সঙ্গে যোগাযোগ করা হয়। জানা গেছে পরে হাইলাকান্দির পুলিস আইনজীবী অরিন্দম ভট্টাচার্যকে ত্রিপুরা সীমান্তে নিরাপদে এনে দেন। এই ঘটনার নিন্দা জানিয়েছেন ত্রিপুরা বার এসোসিয়েশনের সভাপতি। রাতেই ঘটনা জানিয়ে বার এসোসিয়েশনের সভাপতি জিডি এন্ট্রি করেছেন।

Related posts

ন্যাশনাল ফরেনসিক সায়েন্স ইউনিভার্সিটি ত্রিপুরা ক্যাম্পাসের এনএসএস ইউনিটের পথনাটক

উত্তর বাধারঘাট বিজয় সাহার বাড়িতে বাসন্তী পূজায় রক্তদান শিবির দ্বিতীয় বছরে পড়লো

ওয়াকফ বিলের বিরোধিতায় রাস্তায় নামবে কংগ্রেস