৪ টি শ্রম কোড বাতিলের দাবি

আগরতলা :  দেশব্যাপী কর্মসূচীর অঙ্গ হিসেবে রাজ্যেও দাবি দিবস পালন করলো ত্রিপুরা পিপলস পার্টি। মঙ্গলবার তারা ৫ দফা দাবির ভিত্তিতে রাজধানীর রবীন্দ্র ভবনের সামনে বিক্ষোভ দেখায়। তাদের দাবির মধ্যে ৪ টি শ্রম কোড বাতিল, গাজায় গণহত্যা বন্ধ,কৃষি বিপনন আইন বাতিল করার দাবিতে এদিনের কর্মসূচী। উপস্থিত ছিলেন ত্রিপুরা পিপলস পার্টির সাধারণ সম্পাদক বিমল সিংহ সহ অন্যরা।

Related posts

মুখ্যমন্ত্রীর কাছে করজোড়ে আবেদন চাকরিপ্রত্যাশীদের অপেক্ষামান তালিকা প্রকাশের

প্রয়াত প্রাক্তন এম ডি সি নির্মল চন্দ্র দাস

ওয়াকফ সংশোধনী নিয়ে বিরোধীদের প্রতিবাদের সমালোচনায় রাজীব- বিপ্লব