এবছর জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় বসে ৫২৯৬ জন

আগরতলা : রাজ্যের ১৫ কেন্দ্রে একদিনে নেওয়া হল ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা।বুধবার হয় ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স বোর্ড পরিচালিত এই বছরের পরীক্ষা। এবছর মোট ৫২৯৬ জন পরীক্ষার্থী রাজ্যের ১৫ টি কেন্দ্র থেকে পরীক্ষায় বসেন। তাদের মধ্যে ২ হাজার ৫১৫ জন ছাত্র এবং ২ হাজার ৭৮১ জন ছাত্রী। এই বছর ৬৪৪ জন পরীক্ষার্থী পিসিএম গ্রুপের জন্য এবং ৩ হাজার ৪৮ জন পিসিবি গ্রুপের পরীক্ষায় বসার জন্য আবেদন করেছে। এছাড়াও ১ হাজার ৬০৪ জন পরীক্ষার্থী উভয় গ্রুপের পরীক্ষায় বসার জন্য আবেদন করেছে। এইবার পশ্চিম ত্রিপুরা জেলায় ৮ টি পরীক্ষা কেন্দ্র রয়েছে। এবং বাকি জেলা গুলিতে একটি করে পরীক্ষা কেন্দ্র রয়েছে। প্রথম বেলায় হয় ফিজিক্স এবং কেমিস্ট্রি পরীক্ষা। পরবর্তী সময় বায়োলজি ও অংক পরীক্ষা হয় পৃথক পৃথক ভাবে। শান্তিপূর্ণ ভাবেই শেষ হয়েছে পরীক্ষা।

Related posts

Govt provides 16,942 jobs since 2018: CM

মন কি বাত এর মাধ্যমে মানুষের সাথে সংযোগ স্থাপন করেন প্রধানমন্ত্রী: মুখ্যমন্ত্রী

মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে সিপিআই-র বিক্ষোভ কর্মসূচী