দ্রুত মেধা তালিকা প্রকাশ করে নিয়োগের দাবি পুলিসের স্পেশাল এক্সিকিউটিভ চাকরি প্রত্যাশীদের

Aspirants demand immediate recruitment of Special Executives under police department 3

আগরতলা : প্রায় ৩ বছর অতিক্রান্ত হতে চললেও নিয়োগ সম্পন্ন হয়নি ত্রিপুরা পুলিসের স্পেশাল এক্সিকিউটিভের। হতাশ চাকরি প্রত্যাশীরা। সোমবার আগরতলা সিটি সেন্টারের সামনে তারা বিক্ষোভ দেখায় ও মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানায় দ্রুত মেধা তালিকা প্রকাশ করে নিয়োগ সম্পন্ন করার। ত্রিপুরা পুলিশের অধীনে স্পেশাল এক্সিকিউটিভ পদে ৬৬২ জনকে নিয়োগের জন্য ২০২২ সালে বিজ্ঞপ্তি জারি করা হয়। পরবর্তী সময় শুরু হয় নিয়োগ প্রক্রিয়া। নেওয়া হয় পরীক্ষা। কিন্তু এখনো ফলাফল প্রকাশ করা হয় নি। তাই চাকুরি প্রত্যাশীরা এইদিন সরব হল। এইদিন তারা আগরতলার সিটি সেন্টারের সামনে একত্রিত হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর নিকট দাবি জানায় অবিলম্বে ফলাফল প্রকাশ করে ত্রিপুরা পুলিশের স্পেশাল এক্সিকিউটিভ পদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হোক। চাকুরি প্রত্যাশী এক যুবক জানায় ২০২২ সালের ডিসেম্বর মাসে তাদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার কথা ছিল। কিন্তু এখনো নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয় নি। পরীক্ষা নেওয়া হলেও এখনো মেধা তালিকা প্রকাশ করা হয় নি। এই অবস্থায় দ্রুত মেধা তালিকা প্রকাশের দাবি।

Related posts

Smart Meters installation begins in govt offices, Minister residences: Power Minister

পশ্চিম জেলার ১২ টি জায়গায় হবে মহড়া

বিজেপি সরকারের সমালোচনায় প্রদেশ কংগ্রেস মুখপাত্র