59
আগরতলা : নতুন রূপে সজ্জিত মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরের আনুষ্ঠানিক উদ্বোধন নিয়ে মন্ত্রী রতন লাল নাথ নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন বর্তমান সরকার প্রতিষ্ঠার পর মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরকে নতুন ভাবে সাজিয়ে তোলার উদ্যোগ নেওয়া হয়। মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরকে নতুন রূপে সাজানোর পর সোমবার তার উদ্বোধন হয় প্রধানমন্ত্রীর হাত ধরে। নব রাত্রির প্রথম দিনে প্রধানমন্ত্রী মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে পূজা দিয়েছেন। এতে দেশবাসি বুঝতে পারছে মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির কতটা গুরুত্বপূর্ণ। আগামিদিনে পর্যটক সহ ধর্মপ্রান মানুষ আরও বেশি করে ত্রিপুরা রাজ্যে আসবে।