জগন্নাথ সুইমিং সোসাইটির গঙ্গা পূজায় উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার

আগরতলা : যারা রাজধানীর জগন্নাথ বাড়ি পার্ক ও দীঘিতে যোগা সাঁতার প্রশিক্ষণ করেন তাদের উদ্যোগে জয় জগন্নাথ সুইমিং সোসাইটি ব্যানারে দ্বিতীয়বারের মতো গঙ্গা পূজা হয় সোমবার। এদিন জগন্নাথ বাড়ি পার্কেই হয় নিয়ম মেনে পূজা। জয় জগন্নাথ সুইমিং সোসাইটি জগন্নাথ বাড়ি পার্কে সর্বজনীন গঙ্গা পূজায় এদিন উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার , পুর নিগমের সেন্ট্রাল জোনের চেয়ারম্যান তথা মেয়র ইন কর্পোরেটর রত্না দত্ত ,কর্পোরেটর জাহ্নবী দাস চৌধুরী, কর্পোরেটর অভিজিৎ মল্লিক, সমাজসেবী সঞ্জয় সাহা সহ অন্যান্যরা। এদিন মেয়র বলেন, ত্রিপুরায় বিজেপি সরকার ক্ষমতায় প্রতিষ্ঠিত হওয়ার পড়ে একটি মহল তৈরি হয়েছে মানুষের যার যার ধর্ম-কর্ম করার। তিনি গঙ্গার কাছে প্রার্থনা করেন যারা এই প্রশিক্ষণ কেন্দ্রের সঙ্গে যুক্ত আছেন, প্রশিক্ষণ দিচ্ছেন তাদের ধন্যবাদ জানান।

Related posts

যথাযোগ্য মর্যাদায় শ্রদ্ধার সঙ্গে উদযাপন করা হয় অদ্বৈত মল্লবর্মণের জন্মদিন

দেশের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে শ্রদ্ধা বটতলায়

রামকৃষ্ণ আশ্রম সহ বিভিন্ন জায়গায় হয় কল্পতরু উৎসব