মূল অভিযুক্ত জালে

আগরতলা : চোর অপবাদ দিয়ে এক যুবককে হত্যা করার ঘটনায় মূল অভিযুক্ত বিপ্লব দাস ওরফে বিষ্ণুকে গ্রেপ্তার করতে সক্ষম হল পূর্ব থানার পুলিস। অভিযোগ তিন মাস ধরে সে পলাতক ছিল। ঘটনাটি ঘটেছিল চলতি বছরের ২৯ জুন রাজধানীর বলদাখাল এলাকায়। অভিযোগ চোর অপবাদ দিয়ে নন্দু সরকার নামে যুবককে কয়েকজন মিলে মারধর করে। এতে মারা যান নন্দু। ঘটনা জানিয়ে মৃতের পরিবারের তরফে থানায় মামলা করা হয়। পুলিস তদন্তে নেমে তিনজনকে আগেই গ্রেপ্তার করেছিল। মূল অভিযুক্ত ছিলেন বিপ্লব দাস। অভিযোগ ঘটনার পর থেকে সে পালিয়ে বেড়াচ্ছিল। অবশেষে পুলিস তাকে জালে তুলতে সক্ষম হয়। বুধবার অভিযুক্তকে আদালতে পাঠায় পুলিস। পূর্ব আগরতলা থানার ও সি জানান, ঘটনায় আরও কয়েকজন অভিযুক্ত রয়েছেন। তাদের গ্রেপ্তারেও পরিকল্পনা নেওয়া হবে।

Related posts

৪৩তম আগরতলা বইমেলায় শতরূপা প্রকাশনীর আটটি নতুন বইয়ের মোড়ক উন্মোচন

রাজধানীর নজরুল কলাক্ষেত্রে একদিবসিয় সম্মেলন এিপুরা এগ্রিকালচার গ্র্যাজুয়েট এসোসিয়েশনের

ত্রিপুরা ভেটেরিনারী ডক্টরস্ এসোসিয়েশনের সাধারণ সভায় উপস্থিত ছিলেন মন্ত্রী সুধাংশু দাস