বেতন-ভাতা বাড়ানোর দাবি

আগরতলা : বেতন-ভাতা বৃদ্ধির দাবি জানাল অল ত্রিপুরা এম জি এন রেগা এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। সংগঠনের তৃতীয় বার্ষিক সম্মেলন হয় শনিবার। আগরতলা প্রেস ক্লাবে একদিনের সম্মেলনে পুরনো কমিটি ভেঙে নতুন কমিটি গঠিত হয়। ৩৩ জনের কমিটির সভাপতি হয়েছেন সঞ্জয় নিয়োগী। সম্পাদক হয়েছেন পার্থ দেব। সম্মেলন শেষে সংগঠনের তরফে সাংবাদিক সম্মেলন করা হয় আগরতলা প্রেস ক্লাবে। উপস্থিত ছিলেন সংগঠনের নেতৃত্ব।এদিন তারা অভিযোগ করেন সরকারের ঘোষিত পূজা বোনাস ও এডভান্স অনায়ন্য বছর পেয়ে থাকলেও এবছর তাদের ভাগ্যে জুটেনি। অথচ সরকারের তরফে রেগা কর্মচারীদের জন্য বোনাস- এডভান্সের ঘোষণা দেওয়া হয়েছিল।কেন দেওয়া হয়নি তা তাদের বোধগম্য হচ্ছে না। আলোর উৎসব দীপাবলীর আগে বোনাস দেওয়ার আবেদন জানান সরকারের কাছে। কারণ বোনাস না মেলায় রেগা কর্মচারীদের মধ্যে ক্ষোভ ছড়িয়েছে।

Related posts

সরকারি দপ্তরে একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে পথে নামলো বাম যুবরা

মশার উৎপাত বন্ধের দাবিতে সোচ্চার সিপিএম

শ্রমিকদের সুরক্ষার উপরে জোর দেওয়া হয়েছে জাতীয় সুরক্ষা সপ্তাহে