মৃতদেহ নিয়ে পথ অবরোধ

আগরতলা : খুন কাণ্ডে মূল অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে মৃতদেহ নিয়ে ভি আই পি সড়ক অবরোধ করলেন লোকজন। পুলিসের আশ্বাসে পথ অবরোধ উঠে। জায়গা নিয়ে ঝামেলার জেরে রবিবার রাজধানীর গোয়ালাবস্তী এলাকায় খুন হন নাগিনা প্রসাদ রায় নামে এক ব্যক্তি। অভিযোগ ঘটনায় এক এলাকার এক বি এস এফ জওয়ান সহ ১৩ জন এর সঙ্গে যুক্ত। তারাই খুন করেছে এই ব্যক্তি। থানায় ঘটনার দিনই মামলা করা হয়। সোমবার মৃতদেহ ময়না তদন্ত শেষে জিবি থেকে পরিজনদের হাতে দেওয়ার পর এলাকাবাসী সহ পরিবারের সদস্যরা মৃতদেহ নিয়ে পথ অবরোধ করে ভি আই পি সড়ক মূল অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে। কিছু সময় অবরোধ চলায় আটকে যায় যানবাহন। পরে পুলিসের আশ্বাসে অবরোধ উঠে। উল্লেখ ঘটনায় যুক্ত থাকার অভিযোগে পুলিস ইতি মধ্যে ৫ জনকে গ্রেপ্তার করেছে। অন্যদের গ্রেপ্তারে চলছে তল্লাশি।

Related posts

বিরোধীদের দাবি মেনে জাতি গণনার সিদ্ধান্ত, আনন্দে মাতল কংগ্রেস কর্মীরা

ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়ন্স-র তরফে মে দিবস পালন

আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবসে সিপিএম ও সি আই টি ইউ রাজ্য দপ্তরে অনুষ্ঠান