আগরতলা : কোন অবস্থায় রাজধানীর নেতাজী সুভাষ বিদ্যানিকেতনের মাঠকে পার্কিং এর জন্য ব্যবহার করতে দেওয়া হবে না। এই দাবি জানিয়ে আন্দোলনে নামলেন এই শিক্ষা প্রতিষ্ঠানের প্রাক্তন ও বর্তমান পড়ুয়ারা।নেতাজী সুভাষ বিদ্যানিকেতনের মাঠের নিচে পার্কিং জোন করার জন্য ইতিমধ্যে চিঠি দেওয়া শিক্ষা প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধানশিক্ষিকার কাছে। বুধবার বিদ্যা নিকেতনের প্রাক্তনিদের সংগঠনের তরফে সভাপতির নেতৃত্বে প্রতিবাদ কর্মসূচীতে অংশ নেন বর্তমান ও প্রাক্তন পড়ুয়ারা।
তাদের মতে এই মাঠে প্রতিদিন অনেক ছেলে-মেয়ে খেলাধুলা করেন।মাঠের নিচে পার্কিং করা হলে সমস্যা হবে খেলাধুলায়। দুষিত হবে পরিবেশ। তাই কিছুতেই তারা বাণিজ্যিক কোন কাজে মাঠ ব্যবহার করতে দেবেন। প্রয়োজনে যা করার সবই করবেন বলে তারা জানান। এদিন ছোট ছোট শিশুরাও করজোড়ে আবেদন জানান শহরের যানজট নিয়ন্ত্রণ করতে গিয়ে বিদ্যালয়ের মাঠকে যাতে ব্যবহার করা না হয়।
এই ইস্যুতে আগামী দিনে যে প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচী বড় পরিসরে হতে পারে যদি পুর নিগম কর্তৃপক্ষ সিদ্ধান্ত বদল না করে এর আভাষ পাওয়া গেছে। সেই জায়গায় এখন দেখার নিগম কর্তৃপক্ষ পদক্ষেপ নেন।