মহিলা লিগ ফুটবলে শুক্রবার বড় ব্যবধানে জয় পায় ত্রিপুরা স্পোর্টস স্কুল

আগরতলা : মহিলা লিগ ফুটবলে শুক্রবার বড় ব্যবধানে জয় পায় ত্রিপুরা স্পোর্টস স্কুল।এদিন চলমান সংঘের মুখোমুখি হয় ত্রিপুরা স্পোর্টস স্কুল।ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত লিগ ফুটবল প্রতিযোগিতায় অরুন্ধতীনগর পুলিশ মাঠে হয় এই ম্যাচটি। ত্রিপুরা স্পোর্টস স্কুল ৭-০ গোলের ব্যবধানে চলমান সংঘকে পরাজিত করে। ত্রিপুরা স্পোর্টস স্কুলের হয়ে ১২, ১৬ , ২৪৫২, ৭১৭৭ ও ৮৩ মিনিটে গোল গুলি করেন বাসন্তী রিয়াং, বিনাতা সিনহা, মারিনা জমাতিয়া,শ্রেয়া দেব, কেয়া দেববর্মা, শ্রেয়া দেব ও কেয়া দেববর্মা। এদিনের ম্যাচটি বলা যায় একতরফাই হয়।

Related posts

বৃহস্পতিবার থেকে শুরু হল রাজ্য ভিওিক স্কুল হকি ও টেবিল টেনিস প্রতিযোগিতা

আগরতলায় কর্পোরেট টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট, ২৩-২৪ আগস্ট আমতলীতে মাঠে

প্রথম ডিভিশন ফুটবলে লাল বাহাদুর ব্যয়ামাগারকে হারিয়ে এগিয়ে চলো সংঘের জয়