তৃতীয় ডিভিশনের শিরোপা স্কাইলার্ক-র ঘরে

আগরতলা : সাড়া জাগিয়ে শেষ হল এিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া তৃতীয় ডিভিশন ফুটবল প্রতিযোগিতার ফাইন্যাল ম্যাচ। শুক্রবার রাজধানীর উমাকান্ত মিনি স্টেডিয়ামে ফাইন্যালে মুখোমুখি হয় এন এস আর সি সি ও স্কাইলার্ক। শিরোপা দখলের লড়াই দেখতে এদিন মাঠে উপস্থিত ছিলেন পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, টি এফ এ-র সভাপতি, সচিব সহ অন্যরা। ম্যাচে ২-১ গোলের ব্যবধানে এন এস আর.সি.সি কে পরাজিত করে শিরোপা নিজেদের ঘরে তুলে স্কাইলার্ক ক্লাব। ম্যাচ শেষে পুরষ্কার তুলে দেন অতিথিরা। এদিন মাঠে প্রচুর ফুটবল প্রেমী উপস্থিত ছিলেন। ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত এদিন দুই দলকেই শুভেচ্ছা জানান।

Related posts

CM emphasizes discipline, team spirit through football

ক্রীড়া ক্ষেত্রের সার্বিক উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ রাজ্যের বর্তমান সরকার: মুখ্যমন্ত্রী

বৃহস্পতিবার থেকে শুরু হল রাজ্য ভিওিক স্কুল হকি ও টেবিল টেনিস প্রতিযোগিতা