জয় দিয়ে দ্বিতীয় ডিভিশনের আসর শুরু করলো মৌচাক ক্লাব

আগরতলা : জয় দিয়ে দ্বিতীয় ডিভিশনের আসর শুরু করলো মৌচাক ক্লাব। এিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া দ্বিতীয় ডিভিশন ফুটবল প্রতিযোগিতায় শনিবার মুখোমুখি হয় মৌচাক ও ত্রিপুরা স্পোর্টস স্কুল।লিগের তৃতীয় ম্যাচে উমাকান্ত মিনি স্টেডিয়ামে এই দুই দল মুখোমুখি হয়।ম্যাচে ৪-১ গোলের ব্যবধানে জয় লাভ করে মৌচাক ক্লাব। ম্যাচে মৌচাক ক্লাব এর হয়ে ১৯ ও ৩৮ মিনিটে জোড়া গোল করে ভি.এলটন ডারলং। এছাড়াও দলের হয়ে বাকি ২ টি গোল করে খেলার ৬৫ মিনিটে এলেক্স ডারলং ও ৭০ মিনিটে বিপটোর এিপুরা। অন্যদিকে এিপুরা স্পোর্টস স্কুলের হয়ে ১ টি গোল করে ম্যাচের ৪০ মিনিটে লিয়ান মুইয়া ডারলং।

Related posts

বৃহস্পতিবার থেকে শুরু হল রাজ্য ভিওিক স্কুল হকি ও টেবিল টেনিস প্রতিযোগিতা

আগরতলায় কর্পোরেট টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট, ২৩-২৪ আগস্ট আমতলীতে মাঠে

প্রথম ডিভিশন ফুটবলে লাল বাহাদুর ব্যয়ামাগারকে হারিয়ে এগিয়ে চলো সংঘের জয়