পশ্চিম আসনের জন্য মনোনয়ন পেশ আমরা বাঙালীর

IMG 20240322 144912

আগরতলা : পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের জন্য মনোনয়নপত্র জমা দিল আমরা বাংলার প্রার্থী। শুক্রবার পশ্চিম ত্রিপুরা আসনের রিটার্নিং অফিসারের কাছে নিজের মনোনয়নপত্র দাখিল করলেন আমরা বাঙালীর প্রার্থী গৌরী শঙ্কর নন্দী। মনোনয়ন জমা দিয়ে আমরা বাঙালী দলের প্রার্থী জানান উদ্বাস্তু বাঙালিদের পুনর্বাসন, স্থায়ী নিরাপত্তা সহ বিভিন্ন দাবিতে সরব হবেন। গৌরী শঙ্কর নন্দীর বাড়ি শান্তিরবাজার মহকুমার রামরাই বাড়ি এলাকায়। এদিকে পশ্চিম ত্রিপুরা আসনের রিটার্নিং অফিসার জানান শুক্রবার পর্যন্ত লোকসভার এই আসনের জন্য তিনটি মনোনয়ন পত্র ও বিধানসভার উপভোটের জন্য একটি মনোনয়ন পত্র জমা পড়েছে।রামনগর বিধানসভার জন্য শুক্রবার সিপিএম প্রার্থী রতন দাস মনোনয়ন জমা দেন।

Related posts

All towns, 583 villages in Tripura already connected by 5g network: CM

ক্রীড়ামন্ত্রীর উপস্থিতিতে ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের সদস্য সদস্যারা শপথ গ্রহণ করেন

Rising Northeast Investors Summit 2025