পশ্চিম আসনের জন্য মনোনয়ন পেশ আমরা বাঙালীর

আগরতলা : পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের জন্য মনোনয়নপত্র জমা দিল আমরা বাংলার প্রার্থী। শুক্রবার পশ্চিম ত্রিপুরা আসনের রিটার্নিং অফিসারের কাছে নিজের মনোনয়নপত্র দাখিল করলেন আমরা বাঙালীর প্রার্থী গৌরী শঙ্কর নন্দী। মনোনয়ন জমা দিয়ে আমরা বাঙালী দলের প্রার্থী জানান উদ্বাস্তু বাঙালিদের পুনর্বাসন, স্থায়ী নিরাপত্তা সহ বিভিন্ন দাবিতে সরব হবেন। গৌরী শঙ্কর নন্দীর বাড়ি শান্তিরবাজার মহকুমার রামরাই বাড়ি এলাকায়। এদিকে পশ্চিম ত্রিপুরা আসনের রিটার্নিং অফিসার জানান শুক্রবার পর্যন্ত লোকসভার এই আসনের জন্য তিনটি মনোনয়ন পত্র ও বিধানসভার উপভোটের জন্য একটি মনোনয়ন পত্র জমা পড়েছে।রামনগর বিধানসভার জন্য শুক্রবার সিপিএম প্রার্থী রতন দাস মনোনয়ন জমা দেন।

Related posts

সরকারি দপ্তরে একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে পথে নামলো বাম যুবরা

মশার উৎপাত বন্ধের দাবিতে সোচ্চার সিপিএম

শ্রমিকদের সুরক্ষার উপরে জোর দেওয়া হয়েছে জাতীয় সুরক্ষা সপ্তাহে