বাধার ঘাট বিধানসভা কেন্দ্রে বিরোধী শিবিরে ভাঙ্গন

আগরতলা : বাধারঘাট বিধানসভা কেন্দ্রে বিরোধী শিবিরে ফের বড় ধরনের ভাঙ্গন ।পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে এক সভায় বিরোধী শিবির ছেড়ে ১৭৭ জন ভোটার বিজেপিতে যোগ দেন রবিবার । ৪৫ নম্বর ওয়ার্ডের ৫৬ নম্বর বুথে হয় নির্বাচনী সভা ।সেখানে উপস্থিত ছিলেন এলাকার বিধায়িকা মিনারানী সরকার, বাধারঘাট মন্ডল সভাপতি ,যুব মোর্চার বাধারঘাট মন্ডল সভাপতি সহ অন্যান্য কার্যকর্তারা।

এ দিনের সভায় বিভিন্ন দল ছেড়ে ১৭৭ জন ভোটার ভারতীয় জনতা পার্টিতে শামিল হন ।তাদের স্বাগত জানান বিধায়কা মিনারানী সরকার সহ অন্যান্য কার্যকর্তারা ।লোকসভা নির্বাচনের মুখে এই দল ত্যাগের ফলে বাধারঘাট কেন্দ্রে বিরোধী শিবিরে ধাক্কা বলে মনে করছেন রাজনৈতিক মহল।

Related posts

সরকারি দপ্তরে একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে পথে নামলো বাম যুবরা

মশার উৎপাত বন্ধের দাবিতে সোচ্চার সিপিএম

শ্রমিকদের সুরক্ষার উপরে জোর দেওয়া হয়েছে জাতীয় সুরক্ষা সপ্তাহে