ভি আই লেনিনকে স্মরণ

oplus_0

আগরতলা : বর্তমানে দেশের মধ্যে একদলীয় স্বৈরশাসনের বিরুদ্ধে, সংবিধানকে রক্ষা, অন্ন বস্ত্র, বাসস্থান, শিক্ষার অধিকার নিশ্চিত করার জন্য লেনিনের শিক্ষা-আদর্শ থেকে এগিয়ে যাওয়ার শপথ নেওয়ার কথা বললেন বামফ্রন্টের আহ্বায়ক নারায়ণ কর। সোমবার সারা দেশের সঙ্গে রাজ্যেও প্রতিবছরের মতো যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয় মহামতি লেনিনের জন্মদিন। এবছর প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র সোভিয়েত ইউনিয়নের প্রতিষ্ঠাতা মহামতি লেনিনের ১৫৫ তম জন্ম দিবস উদযাপন করা হয়। সকালে সিপিএম রাজ্য দপ্তরে হয় শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান। উপস্থিত ছিলেন বামফ্রন্টের আহ্বায়ক নারায়ণ কর, রাজ্য কমিটির সদস্য শ্যামল দে, গোরা চক্রবর্তী সহ অন্যরা।উপস্থিত নেতা-কর্মীরা লেনিনের প্রতিকৃতিতে ফুলমালা অর্পণ করেন। ১৮৭০ সালে ২২ এপ্রিল রাশিয়ার মহানদী ভলগার তীরে সিমবিস্ক শহরে জন্মগ্রহণ করেছিলেন ভি আই লেনিন। প্রতিবছর তাঁর জন্মদিন শ্রদ্ধা-শপথে পালন করা হয়। এদিন সিপিএম নেতা নারায়ণ কর আরও বলেন, বিশ্বের কোটি কোটি শ্রমিক, জনগণ মার্কসবাদ, লেনিনবাদকে শোষণ মুক্তির পথ হিসেবে গ্রহণ করে এগিয়ে যাচ্ছে।

Related posts

Smart Meters installation begins in govt offices, Minister residences: Power Minister

পশ্চিম জেলার ১২ টি জায়গায় হবে মহড়া

বিজেপি সরকারের সমালোচনায় প্রদেশ কংগ্রেস মুখপাত্র