আগরতলা : রাজ্যজুড়ে চলছে তীব্র দাবদাহ।এই গরম থেকে কিছুটা স্বস্তি পেতে মানুষ ঠাণ্ডা পানীয় পান করছেন। ঠাণ্ডা পানীয়ের চাহিদাও বেড়ে গেছে। আর এই সুযোগে একাংশ অসাধু ব্যবসায়ী মেয়াদ উত্তীর্ণ ঠাণ্ডা পানীয় দেদার বিক্রি করে যাচ্ছেন। শুধু তাই নয়,অনেকের কাছ থেকে ফ্রিজিং চার্জও রাখছেন। এসবের বিরুদ্ধে অভিযান চালাচ্ছেন মহকুমা প্রশাসনের আধিকারিকরা। বুধবার অভিযানে ফের হন সদর ফুড কন্ট্রোলার প্রদীপ কুমার ভৌমিক, দুই খাদ্য পরিদর্শক দেবজ্যোতি চক্রবর্তী,শর্মিষ্ঠা দাস, ফুড সেফটি অফিসার বিষ্ণুপদ জমাতিয়া সহ অন্যান্যরা। তারা এদিন বিকেলে রাজধানীর জেল-আশ্রম রোডে প্রান্তিক ক্লাব সংলগ্ন একটি দোকানে হানা দেয়। সেই দোকানে মেয়াদ উত্তীর্ণ ঠাণ্ডা পানীয় বিক্রি ও ফ্রিজিং চার্জ রাখার অভিযোগ উঠে আসে।আধিকারিকরা জানান মহকুমা শাসকের কাছে রিপোর্ট জমা দেবেন। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
মেয়াদ উত্তীর্ণ ঠাণ্ডা পানীয় বিক্রির অভিযোগ
127
previous post