রাজ্য যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বুদ্ধ জয়ন্তী

আগরতলা : ভগবান বুদ্ধের জন্মদিন প্রতিবছর বৌদ্ধ জয়ন্তী হিসেবে দেশের বিভিন্ন প্রান্তের সঙ্গে রাজ্যেও উদযাপন করা হয়। বৌদ্ধ ধর্মাবলম্বিদের অন্যতম উৎসব হল বৌদ্ধ পূর্ণিমা বা বৌদ্ধ জয়ন্তী। রাজ্যের বিভিন্ন বৌদ্ধ বিহারে প্রথা রীতি নীতি মেনে বৌদ্ধ জয়ন্তী পালন করা হয়ে থাকে। এবছর ২৫৬৮ তম বুদ্ধ জয়ন্তী। আগরতলা বেনুবন বৌদ্ধ বিহারে বৃহস্পতিবার সকাল থেকেই শুরু হয় অনুষ্ঠান। এদিন সকালে বৌদ্ধ ধর্মাবলম্বির লোকজন ভিড় করেন। সেখানে পূজার্চনার পাশাপাশি বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় চলে প্রার্থনা।বৈশাখী পূর্ণিমার দিনটি বুদ্ধের ত্রিস্মৃতি বিজড়িত। এই পবিত্র তিথিতে বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন, বোধি বা সিদ্ধিলাভ করেছিলেন এবং মহাপরিনির্বাণ লাভ করেছিলেন।এদিকে বৌদ্ধ মন্দির বেনুবন বৌদ্ধ বিহারকে আলোক মালায় সাজিয়ে তোলা হয়েছে। বুধবার থেকেই শুরু হয়েছে দুইদিন ব্যাপী কর্মসূচী বেনুবন বৌদ্ধ বিহারের উদ্যোগে।

Related posts

৪৩তম আগরতলা বইমেলায় শতরূপা প্রকাশনীর আটটি নতুন বইয়ের মোড়ক উন্মোচন

রাজধানীর নজরুল কলাক্ষেত্রে একদিবসিয় সম্মেলন এিপুরা এগ্রিকালচার গ্র্যাজুয়েট এসোসিয়েশনের

ত্রিপুরা ভেটেরিনারী ডক্টরস্ এসোসিয়েশনের সাধারণ সভায় উপস্থিত ছিলেন মন্ত্রী সুধাংশু দাস