সাত জনের নতুন কমিটি ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের

IMG 20240630 WA0600

ত্রিপুরা আগরতলা : আগামী দুই বছরের জন্য নতুন কমিটি গঠিত হল ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের। গঠিত হয়েছে সাত জনের কমিটি। রবিবার আগরতলা প্রেস ক্লাবে হয় সংগঠনের বার্ষিক সাধারণ সভা। সম্পাদকের সম্পাদকীয় প্রতিবেদন পেশের পর আলোচনা করেন প্রতিনিধিরা। বার্ষিক সাধারণ সভায় আলোচনা শেষে গঠন করা হয় দুই বছরের জন্য নতুন কমিটি। নতুন কমিটির সভাপতি হয়েছেন পুনরায় সরযূ চক্রবর্তী। সহ সভাপতি সুপ্রভাত দেবনাথ, সম্পাদক অনির্বাণ দেব, যুগ্ম সম্পাদক কল্যাণ দেবনাথ, কোষাধ্যক্ষ উৎপল ভট্টাচার্য এবং এক্সিকিউটিভ সদস্য হয়েছেন অভিষেক দে ও বিপ্লব চন্দ। বার্ষিক সাধারণ সভা শেষে একথা জানান সংগঠনের সভাপতি।

Related posts

New Rail link connecting Dharmanagar- Kailashahar soon: CM

ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের তরফে টি এম সির দুর্নীতির নিরপেক্ষ তদন্ত দাবি করা হয়েছে

রামনগর দুই নম্বর রোডে গ্যাসের পাইপ লাইন কেটে ফের বিপত্তি