নেশা মুক্তি কেন্দ্রে আরও এক যুবকের মৃত্যুর অভিযোগ

আগরতলা : ফের নেশা মুক্তি কেন্দ্রে আরও এক যুবকের মৃত্যুর অভিযোগ। এবার ঘটনা আমতলী বাইপাস এলাকায়। জানা গেছে বাইপাস এলাকায় রয়েছে সানরাইজ ফাউন্ডেশন নামে নেশা মুক্তি কেন্দ্র। এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠে এই বেসরকারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে।মৃত যুবকের স্ত্রী জানান প্রায় চার মাস আগে স্বামীকে নেশা মুক্তি কেন্দ্রে দিয়েছিলেন সুস্থ হওয়ার জন্য। চলতি মাসে চার মাসের টাকা দিয়ে বাড়িতে আনার কথা ছিল রাহুল দেব নামে যুবককে। অভিযোগ এরই মধ্যে শুক্রবার রাতে ফাউন্ডেশন এর কর্তৃপক্ষ ফোনের মাধ্যমে জানান রাহুলের প্রচন্ড পেট ব্যথা। তাকে নিয়ে আসা হয় জিবি হাসপাতালে। কিন্তু পরিবারের লোকজন জিবি হাসপাতালে আসার মাঝেই মৃত্যুর কোলে ঢলে পড়ে রাহুল দেব। ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন মৃত যুবকের স্ত্রী সহ পরিজনেরা। বেসরকারি বিভিন্ন নেশা মুক্তি কেন্দ্রে মৃত্যুর অভিযোগ এর আগেও ঘটেছে রাজ্যে। তাই দাবি উঠেছে এই ঘটনার সুষ্ঠু তদন্তের। যাতে আগামী দিনে এমন ঘটনা আর না হয়।

Related posts

টি এফ এ পরিচালিত কাজল স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করলো টাকারজলা দ্বাদশ

PACS to be computerized, multi-purpose PACS at Panchayat level Soon: CM

ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় জি আর পির জালে রাজ্য ও বহিঃরাজ্যের ৯ জন