সাব-জুনিয়র অনূর্ধ্ব-১৪ বালক বিভাগে টুর্নামেন্ট আসামের জোরহাটে অনুষ্ঠিত হতে যাচ্ছে

আগরতলা : সাব-জুনিয়র অনূর্ধ্ব-১৪ বালক বিভাগে টুর্নামেন্ট আসামের জোরহাটে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই টুর্নামেন্টে ত্রিপুরা দল এবার প্রথম বারের মতো অংশ নিতে যাচ্ছে। ত্রিপুরা দলে মোট ২২ জন খেলোয়াড় রয়েছে। ত্রিপুরা দলের কোচ সমীর ত্রিপুরা বলেন, আগামী ১২ সেপ্টেম্বর ত্রিপুরা দল প্রথম প্রতিপক্ষ চন্ডিগড়ের মুখোমুখি হবে। তারই অঙ্গ হিসাবে শনিবার সন্ধ্যায় ত্রিপুরা দলের হাতে জার্সি তুলে দেন টিএফএ-র সহ সচিব তপন সাহা, ভাইস প্রেসিডেন্ট অমিত দেব।

Related posts

আগরতলায় কর্পোরেট টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট, ২৩-২৪ আগস্ট আমতলীতে মাঠে

প্রথম ডিভিশন ফুটবলে লাল বাহাদুর ব্যয়ামাগারকে হারিয়ে এগিয়ে চলো সংঘের জয়

আগরতলায় দাবা আরবিটর তৈরির সেমিনার শুরু