আগরতলা : বিজেপি সরকার যখনই কোন নিয়োগ করেন তখন লক্ষ্য রাখা হয় যাদের নির্বাচন করা হবে চাকরির জন্য তারা যাতে স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমে নির্বাচিত হয়। যারা চাকরিতে যোগ দান করবেন তাদের চাকরি যাতে ভবিষ্যতে সুরক্ষিত থাকে , কোন ভাবেই যাতে তাদের চাকরি খোয়াতে না হয়। এই বিষয়কে সম্পূর্ণ অগ্রাধিকার দিয়েই রাজ্য সরকার চাকরির বিষয়টি সুনিশ্চিত করছে। জে আর বিটি গ্রুপ-ডি’র মেধা তালিকা প্রকাশ করার পরে মুখ্যমন্ত্রী সহ রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়ে একথা বললেন প্রদেশ বিজেপি মুখপাত্র। রবিবার বিকেলে দলের তরফে সাংবাদিক সম্মেলন করেন মুখপাত্র সুব্রত চক্রবর্তী। সঙ্গে ছিলেন মিডিয়া ইনচার্জ সুনিত সরকার। প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে মুখপাত্র বলেন, এতে বেকারদের একটা বড় অংশ উপকৃত হবেন। তিনি অভিযোগ করেন একে ঘিরে বিরোধী দলের কেউ কেউ বেকারদের উস্কানি , বিভ্রান্ত করার চেষ্টা করছেন। এদিন বিজেপি মুখপাত্র কংগ্রেস- টি ইউ জে এস ও পূর্বতন বাম সরকারেরও সমালোচনা করেন অস্বচ্ছ নিয়োগ নীতির অভিযোগ এনে। মুখপাত্র দাবি করেন, চাকরির ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রেখে বর্তমান সরকার কাজ করছেন।
মুখ্যমন্ত্রীকে অভিনন্দন গ্রুপ-ডির মেধা তালিকা প্রকাশ করায়
192
previous post