এরাবিক ওয়ার্ল্ডের তরফে যোগা আসর

আগরতলা : বিভিন্ন বয়সের ছেলে-মেয়েদের যোগা-ক্যারাটের প্রশিক্ষণ দেওয়া হয় এরবিক ওয়ার্ল্ড-র উদ্যোগে। নিয়মিত চলে এই সংস্থার ক্লাস। এবার রাজ্যের বিভিন্ন প্রান্তের ছোট ছোট বিভিন্ন বয়সের ছেলে- মেয়েদের নিয়ে যোগা প্রতিযোগিতার আয়োজন করলো সংস্থা। রবিবার রাজধানীর কৃষ্ণনগর ব্যানার্জি পাড়া এলাকায় প্রতিযোগিতায় ২২০ জন ছেলে-মেয়ে অংশ নেয়। তিন বিভাগে হয় প্রতিযোগিতা সংস্থার তরফে স্নিগ্ধা রায় জানান, শিশুরা উৎসাহিত হয় আগামী দিনে যাতে বেশি করে অংশ গ্রহণ করে সেজন্য এধরণের কর্মসূচী। আগামী দিনে অন্য ইভেন্টেও যাতে বড় করে প্রতিযোগিতা করা যায় সেই চেষ্টা রয়েছে এরবিক ওয়ার্ল্ডের।এদিকে এদিন প্রতিযোগিতা শেষে প্রতি বিভাগের ৫ জনকে পুরস্কৃত করা হয়।

Related posts

বৃহস্পতিবার থেকে শুরু হল রাজ্য ভিওিক স্কুল হকি ও টেবিল টেনিস প্রতিযোগিতা

আগরতলায় কর্পোরেট টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট, ২৩-২৪ আগস্ট আমতলীতে মাঠে

প্রথম ডিভিশন ফুটবলে লাল বাহাদুর ব্যয়ামাগারকে হারিয়ে এগিয়ে চলো সংঘের জয়