বর্তমানে শাসক দল দেশকে পরাধীনতার দিকেই ঠেলে দিচ্ছে- আশিস

আগরতলা : বর্তমানে শাসক দল দেশকে পরাধীনতার দিকেই ঠেলে দিচ্ছে। দেশে শান্তি- সম্প্রীতি বিভিন্ন বিঘ্নিত হচ্ছে। এর থেকে উত্তরণের জন্য জাতীয় কংগ্রেস আবার পথে নেমেছে। ভারত ছাড়ো দিবসে একথা বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। সারা দেশের সঙ্গে রাজ্যেও ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভারত ছাড়ো দিবস ৯ আগস্ট উদযাপন করে থাকে। এবছরও এর ব্যতিক্রম ঘটেনি। বুধবার স্ক্লাএ প্রথমে কংগ্রেস ভবনের সামনে হয় অনুষ্ঠান। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন যথাক্রমে প্রাক্তন মুখ্যমন্ত্রী সমীর রঞ্জন বর্মণ, আশিস কুমার সাহা । এর পর স্বাধীনতা সংগ্রামীদের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন বিধায়ক গোপাল রায়, কংগ্রেস নেত্রী জারিতা, সমীরণ রঞ্জন বর্মণ, আশিস কুমার সাহা সহ ছাত্র- যুব নারী নেতৃত্ব। কংগ্রেস ভবনের সামনে থেকে তারা যান গান্ধীঘাটে। সেখানে ফুলমালা দিয়ে শ্রদ্ধা জানান কংগ্রেস নেতা- কর্মীরা।

Related posts

Tripura aims for Agricultural self-reliance: Ratan Lal Nath

লোক ভবনে উদযাপন করা হল আসাম রাজ্যের প্রতিষ্ঠা দিবস

১৫ ডিসেম্বর দিল্লির যন্তর-মন্তরে গণধর্না আই.পি.এফ.টি-র