আগরতলা : ডিলারদের জন্য স্কিম নিয়ে এলো রানী ব্র্যান্ড। শুক্রবার আগরতলা নেতাজী রোডে বাণিজ্য ভবনে হয় পাইকারি ব্যবসায়ীদের সঙ্গে রানী ব্র্যান্ডের প্রস্তুতকারক ও প্যাকেটজাত সংস্থার মিট। প্রায় ৫০ বছর ধরে ত্রিপুরার মাটিতে সুনামের সঙ্গে ব্যবসা করে আসছে রানী ব্র্যান্ড-র কাচ্ছি ঘানি মাস্টার ওয়েল। একসময় এই সংস্থার তেল একচেটিইয়া ব্যবসা করে এসেছে। এখনও সাধারণ মানুষের ঘরে এই সরিষা তেলের কদর রয়েছে। এবার সংস্থা ইন্ডিপেন্ডেন্স মহোৎসব স্কিম নিয়ে এসেছে ডিলারদের জন্য। শুক্রবার বাণিজ্য ভবনে এক অনুষ্ঠান।সেখানে উপস্থিত ছিলেন সংস্থার উত্তর- পূর্বাঞ্চলের সেলস ম্যানেজার বি এস বারওয়াল, ত্রিপুরা হোলসেল গ্রোসারি মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি, সম্পাদক সহ অন্যরা। সেলস ম্যানেজার জানান, বিভিন্ন ধাপে রয়েছে এই অফার ব্যবসায়ীদের জন্য।
ডিলারদের জন্য স্কিম নিয়ে এলো রানী ব্র্যান্ড
279
previous post