বৈধ রেজিস্ট্রেশন ছাড়া চলা প্যাথলজি গুলির বিরুদ্ধে অভিযান

আগরতলা : রাজধানী আগরতলার শহর সহ বিভিন্ন জায়গায় ব্যাঙের ছাতার মতো গজিয়ে উড়ছে প্যাথলজি। অভিযোগ বিভিন্ন বৈধ নথিপত্র ছাড়াই দিব্বি চলছে এই প্যাথলজি গুলি ।এসবের বিরুদ্ধে সরকারি ভাবে চলছে অভিযানও। এবার এসব ল্যাবের বৈধ নতিপত্র খতিয়ে দেখতে রাজ্যের বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে অল ত্রিপুরা প্যাথলজিক্যাল এন্ড রেডিওলজিক্যাল ক্লিনিকস অ্যাসোসিয়েশন । সংগঠনের তরফে শনিবার রাজধানীর বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয় ।অনেক ক্ষেত্রেই প্যাথলজি গুলিতে বৈধ নথিপত্র না থাকার প্রমাণও পান তারা। অ্যাসোসিয়েশনের সম্পাদক অভিজিৎ বিশ্বাস জানান যাদের অনিয়ম পাওয়া গেছে তাদের বলা হয়েছে বৈধ নথিপত্র তৈরি করার জন্য ।এর পরেও যদি কেউ রেজিস্ট্রেশন ছাড়াই ব্যবসা করে চলেন তাহলে কর্তৃপক্ষের গোচরে বিষয়টি নেওয়া হবে।

Related posts

সরকারি দপ্তরে একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে পথে নামলো বাম যুবরা

মশার উৎপাত বন্ধের দাবিতে সোচ্চার সিপিএম

শ্রমিকদের সুরক্ষার উপরে জোর দেওয়া হয়েছে জাতীয় সুরক্ষা সপ্তাহে