সম্প্রীতি, সৌভ্রাতৃত্ব ও ঐতিহ্যের মিলন তীর্থ খারচি মেলা ও প্রদর্শনী শুরু হল মুখ্যমন্ত্রীর হাত ধরে

আগরতলা : এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে তুলতে সবাই মিলে সামনের এগিয়ে যাওয়ার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী খারচি উৎসবের উদ্বোধন করে। সম্প্রীতি, সৌভ্রাতৃত্ব ও ঐতিহ্যের মিলন তীর্থ খারচি শুরু হল সোমবার রাজধানী থেকে মাত্র ৬ কিলোমিটার দূরে চতুর্দশ দেবতা বাড়িতে।সাতদিন ব্যাপী প্রাচীন ঐতিহ্যবাহী খারচি উৎসব ও প্রদর্শনীর সূচনা হয় এদিন। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী,জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা, বিধায়ক তথা মেলা কমিটির চেয়ারম্যান রতন চক্রবর্তী, বিধায়ক স্বপ্না দেববর্মা, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, তথ্য সংস্কৃতি দপ্তরের সচিন পি কে চক্রবর্তী সহ অন্যান্যরা। অতিথিরা এদিন পূজা দেওয়ার পাশাপাশি মেলা প্রাঙ্গণ ঘুরে দেখেন। প্রথম দিনই সকাল থেকে রাজ্যের বিভিন্ন প্তান্তের নারী- পুরুষ, ছোট বড় সকলে মেলায় ভিড় জমান। মেলার উদ্বোধকের ভাষণে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বলেন, বর্তমান সরকার চেষ্টা করছে চতুর্দশ দেবতা বাড়ির পরিকাঠামো উন্নয়নের। মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরার কৃষ্টি সংস্কৃতি, পরম্পরা এতো বেশি ভরপুর অন্য কোন রাজ্যে এধরনের সংস্কৃতি আর কোথাও আছে বলে উনার জানা নেই।জাতি- জনজাতি ঐক্যের যে সৌভ্রাতৃত্ববোধ এখন জেগে আসছে। সাতদিন এই মেলা প্রাঙ্গণে রাজ্য ও বহিঃরাজ্য থেকে হাজার হাজার দর্শনার্থীর সমাগম ঘটবে।

Related posts

Smart Meters installation begins in govt offices, Minister residences: Power Minister

পশ্চিম জেলার ১২ টি জায়গায় হবে মহড়া

বিজেপি সরকারের সমালোচনায় প্রদেশ কংগ্রেস মুখপাত্র