আগাম কর্মসূচির ঘোষণা দিয়েও পিছু হাঁটল তিপ্রা মথা দলের যুব সংগঠন ওয়াইটিএফ

আগরতলা : তিপ্রা মথা দলের প্রধান রাজ্যে না থাকায় পূর্ব নির্ধারিত কর্মসূচী স্থগিত রাখল দলের যুব সংগঠন। আগাম কর্মসূচির ঘোষণা দিয়েও পিছু হাঁটল তিপ্রা মথা দলের যুব সংগঠন ওয়াইটিএফ। মঙ্গলবার রাজঅন্দরে সাংবাদিক সম্মেলন করে ওয়াইটিএফ-র নেতৃত্ব জানান ৫ ডিসেম্বর সার্কিট হাউস থেকে সুবিশাল রেলি করে মহাকরণে ডেপুটেশন প্রদান করার ঘোষণা দিয়েছিল ওয়াইটিএফ। কিন্তু প্রদ্যোৎ কিশোর দেববর্মণ রাজ্যে না থাকায় সেই কর্মসূচি আপাতত স্থগিত রাখা হয়েছে। পরবর্তী সময় এই কর্মসূচির দিন তারিখ ঘোষণা দেওয়া হবে। সংগঠনের নেতৃত্ব আরও জানান তিপ্রা মথার মহিলা সংগঠন বুধবার রাজধানীর সার্কিট হাউসে গনঅবস্থানে বসবে। পুরনো রাজভবনকে পাঁচ তারা হোটেল করার জন্য সরকারি সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে এই কর্মসূচী।

Related posts

Govt committed to promote art, culture, literature: CM

পাট্টা প্রাপক কৃষকরাও প্রধানমন্ত্রী কৃষাণ সম্মান নিধি প্রকল্পের সুযোগ-সুবিধা পেয়ে থাকেন—কৃষিমন্ত্রী

কলা, সংস্কৃতি ও সাহিত্যের প্রচার ও প্রসারে প্রতিশ্রুতিবদ্ধ রাজ্য সরকার: মুখ্যমন্ত্রী