আগরতলা শহরে বিক্ষোভ মিছিল- সভা তপশিলি সংগঠনের অমিত শাহের মন্তব্যের প্রতিবাদে

আগরতলা : আগরতলা শহরে বিক্ষোভ মিছিল- সভা তপশিলি সংগঠনের। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর রাজ্য সফরের সময়েই রাজধানীর অমিত শাহের পদত্যাগ দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল। ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির তরফে আগরতলা শহরে হয় বিক্ষোভ মিছিল। এদিন মেলারমাঠ সংগঠনের অফিসের সামনে থেকে বের হয় বিক্ষোভ মিছিল।শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে প্যারাডাইস চৌমুহনীতে সভায় মিলিত হয়।মিছিল থেকে আওয়াজ উঠে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগের।উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক সুধন দাস, শ্রমিক নেতা তথা প্রাক্তন সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত, রতন দাস সহ অন্যরা। পার্লামেন্টে দাঁড়িয়ে সংবিধান প্রণেতা ডঃ বি আর আম্বেদকর সম্পর্কে অমিত শাহের কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদেই ত্রিপুরা তপশিলী জাতির সমন্বয় সমিতির প্রতিবাদ সভা। সভায় সুধন দাস বলেন, বিজেপি আর এস এসের এজেন্ডাকে কার্যকরী করার জন্য উঠে পড়ে লেগেছে। তিনি বলেন বিজেপি-আরএসএসের প্রধান লক্ষ্য হচ্ছে হিন্দুত্ববাদকে প্রতিষ্ঠিত করা। সংবিধান পরিবর্তনের চেষ্টা করে যাচ্ছে বিজেপি বলে অভিযোগ সুধন দাসের।এদিকে এদিনই ত্রিপুরায় এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

Related posts

তিপ্রাসাদের বিভিন্ন দাবির মীমাংসা হতে পারে দুই- তিন মাসের মধ্যে—প্রদ্যোত

উত্তর-পূর্ব উন্নয়ন পর্ষদের ৭২ তম প্লেনারি বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

২৪ তম রাজ্য সম্মেলন নিয়ে সিপিআইএম প্রস্তুতি সভা