আগরতলা : ভালো কাজের জন্য আশাকর্মী ও ফেসিলেটরদের সংবর্ধনা দেওয়া হল।পশ্চিম ত্রিপুরা জেলার ৫ জন আশা কর্মী ও ৩ জন আশা ফেসিলেটরকে। বৃহস্পতিবার আইজিএম হাসপাতালের কনফারেন্স হলে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে এই সংবর্ধনা দেওয়া হয়। উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, পশ্চিম জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সহ অন্যান্যরা। অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মেয়র দীপক মজুমদার বলেন স্বাস্থ্য পরিষেবাকে মানুষের হাতের কাছে পৌঁছে দেওয়ার কাজ করেন আশা কর্মীরা। সরকার স্বাস্থ্য ক্ষেত্রকে অগ্রাধিকার দিয়ে কাজ করে যাচ্ছে। গর্ভবতি মহিলাদের খোঁজ খবর নেওয়া থেকে শুরু করে তাদের কাছে বিভিন্ন পরিষেবা পৌঁছে দেওয়ার কাজ করেন আশা কর্মীরা। ভালো কাজের জন্য এইদিন ৫ জন আশা কর্মী ও ৩ জন আশা ফেসিলেটরকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। তার মূল উদ্দেশ্য হচ্ছে আশা কর্মী ও আশা ফেসিলেটরদের উৎসাহ দেওয়া। সংবর্ধনা পেয়ে খুশি আশা কর্মীরা।