নিজের হাতে থাকা ৩ দপ্তরের জেলা ভিত্তিক পর্যালোচনা সভা মন্ত্রী সুধাংশু দাসের

আগরতলা : মাছ, মাংস, ডিম ও দুধ উৎপাদন কতটা বেড়েছে তা খতিয়ে দেখতে পশ্চিম জেলা ভিত্তিক পর্যালোচনা সভা।বৃহস্পতিবার পশ্চিম ত্রিপুরা জেলা শাসক কার্যালয়ে মন্ত্রী সুধাংশু দাসের পৌরহিত্যে প্রাণী সম্পদ বিকাশ, তপশিলি জাতি কল্যাণ ও মৎস্য দপ্তরের জেলা ভিত্তিক পর্যালোচনা বৈঠক হয়। বৈঠকে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন বিধায়িকা মিনারানী সরকার, বিধায়ক রতন চক্রবর্তী, পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক ডঃ বিশাল কুমার, মৎস্য দপ্তর, প্রানী সম্পদ বিকাশ দপ্তর ও এসসি ওয়েলফেয়ার দপ্তরের আধিকারিকরা। মন্ত্রী সুধাংশু দাস বলেন, মৎস্য দপ্তর, প্রানী সম্পদ বিকাশ দপ্তর এবং এসসি ওয়েলফেয়ার দপ্তরের গত তিন মাসের কাজকর্ম খতিয়ে দেখা হয়েছে জেলাভিত্তিক পর্যালোচনা বৈঠকে। এই বৈঠকের মূল উদ্দেশ্য হলো ২০২৪-২৫ অর্থবছরে যে লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে তা কতটা পূরণ হয়েছে খতিয়ে দেখা। বিশেষ করে রাজ্যে মাছ, মাংস এবং ডিম সহ দুধে উৎপাদন কতটা বৃদ্ধি পেয়েছে সেই সকল বিষয়ে খতিয়ে দেখা হয়েছে বলে জানান তিনি। এছাড়াও বিভিন্ন বিষয় আলোচনায় উঠে আসে।

Related posts

মুখ্যমন্ত্রীর হাত ধরে প্রবীণদের মধ্যে শীত বস্ত্র বিলি

বীরবাল দিবস পালন করলো ত্রিপুরা প্রদেশ বিজেপি

১০০ বছরে পদার্পণ করলো ভারতের কমিউনিস্ট পার্টি