আগামী এক শতাব্দীতে ৭৫ শতাংশ ভাষা বিলীন হয়ে যাবে-রতন

আগরতলা : আগামী এক শতাব্দীতে ৭৫ শতাংশ ভাষা বিলীন হয়ে যাবে। নিজের ভাষাকে শ্রদ্ধা করার পাশাপাশি অন্য ভাষাকে সম্মান জানাতে হবে। আগে ককবরক ভাষাকে গুরুত্ব দেওয়া হয় নি। পরিকল্পনা করে কোন কোন ভাষাকে হারিয়ে দেওয়া হচ্ছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের রাজ্য ভিত্তিক অনুষ্ঠানে একথা বললেন বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের রজত জয়ন্তী উদযাপন উপলক্ষ্যে রাজ্যভিত্তিক অনুষ্ঠানটি হয় আগরতলা টাউন হলে। বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের সুচনা করেন মন্ত্রী রতন লাল নাথ। উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ডঃ অরুণোদয় সাহা সহ অন্যান্যরা। পরে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী রতন লাল নাথ বলেন প্রাগঐতিহাসিক যুগে মানুষ নানান ধরনের সংকেতের মাধ্যমে কথা বলত। যুগযুগ ধরে ক্রমাগত পরিবর্তনের মধ্যদিয়ে ভাষার সৃষ্টি হয়। ভাষার সংজ্ঞা অনেকে অনেক ভাবে দিয়েছেন। একটা জাতীর সভ্যতার মানদণ্ড পরিমাপ করা হয় ভাষা দিয়ে। শিশুরা প্রথমে মায়ের কাছ থেকে মাতৃ ভাষা শিখে থাকে। মাতৃ ভাষার প্রতি সকলের শ্রদ্ধা থাকা উচিত।

Related posts

North Tripura to benefit from new agricultural schemes: CM

রাজ্যের মৃৎ শিল্পী, মণ্ডপ সজ্জা ও আলোক সজ্জার সাথে যুক্ত শিল্পীদের নিয়ে কর্মশালা করার উপর গুরুত্ব দেন মুখ্যমন্ত্রী

লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট -৩২২ জির উদ্যোগে প্রথম বারের মতো অনুষ্ঠিত হয় মেগা ফ্রি শপিং ফেস্টিভ্যাল