আগরতলা : সরকারি দপ্তরে একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে পথে নামলো বাম যুবরা। টি এম সি, ত্রিপুরা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে পুলিস ট্রাফিক দপ্তরে দুর্নীতির রমরমা চলছে বলে অভিযোগ। আরও অভিযোগ টিএফডিপিসি থেকে পঞ্চায়েত দপ্তরেও বাসা বেঁধেছে দুর্নীতি। এসবের প্রতিবাদ জানিয়ে সরব বাম যুব সংগঠন দ্বয় ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ও উপজাতি যুব ফেডারেশন। সোমবার বিকেলে দুই সংগঠনের তরফে আগরতলা শহরে হয় বিক্ষোভ মিছিল। মেলারমাঠ ছাত্র যুব ভবনের সামনে থেকে বের হয় মিছিল। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে বিক্ষোভ মিছিল। মিছিলে ছিলেন যুব নেতা পলাশ ভৌমিক, নবারুণ দেব, কৌশিক রায় দেববর্মা সহ অন্যরা। এদিন যুব নেতা নবারুণ দেব অভিযোগ করেন, রাজ্যে দুর্নীতির রমরমা চলছে। দুর্নীতি ভয়ঙ্কর রূপ নিচ্ছে গোটা রাজ্যে। প্রাতিষ্ঠানিক রূপ দুর্নীতি নিয়েছে রাজ্যে। মানুষ যাতে দুর্নীতি- অপশাসন নেশার বিরুদ্ধে কথা বলতে না পারে শাসক দল গোটা রাজ্যে থ্রেট কালচার কায়েম করেছে রাজ্যে। এই অবস্থায় দুর্নীতির বিরুদ্ধে সকলকে এগিয়ে আসার আহ্বান যুব নেতা নবারুণের।
সরকারি দপ্তরে একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে পথে নামলো বাম যুবরা
7
previous post