আগরতলা : বিগত বছর বিদ্যাজ্যোতি স্কুলের ফলাফল ভালো হয় নি। এই নিয়ে অনেক সমালোচনা হয়েছে। তারপর পর্যালোচনা বৈঠক করা হয়েছে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যার কারনে এইবার বিদ্যাজ্যোতি স্কুলের ফলাফল অনেক ভালো হয়েছে।আগরতলা টাউন হলে বড়দোয়ালী বিধানসভা কেন্দ্রের কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে এই কথা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা।মঙ্গলবার এক অনুষ্ঠানের মধ্যদিয়ে টাউন বড়দোয়ালী বিধানসভা কেন্দ্রের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়। বিজেপি টাউন বড়দোয়ালী মন্ডলের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, বড়দোয়ালী মন্ডলের সভাপতি শ্যামল কুমার দে, সদর জেলা শহরাঞ্চল কমিটির সভাপতি অসীম ভট্টাচার্য, কর্পোরেটর অভিজিৎ মল্লিক, রত্না দত্ত সহ অন্যান্যরা।অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা প্রদান করেন। অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন ছাত্রীদের উৎসাহিত করার জন্য মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনা চালু করা হয়েছে। এই প্রকল্পে ১৪০ জন ছাত্রীকে স্কুটি দেওয়া হয়। সরকারি কলেজ গুলিতে ছাত্রীদের সকল ফি মুক্ত করে দেওয়া হয়েছে। বর্তমানে ত্রিপুরা রাজ্য থেকে অনেকে আইএএস, আইপিএস হচ্ছে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী পরীক্ষা পে চর্চা অনুষ্ঠান করেছেন। পরীক্ষা নিয়ে চিন্তা না করে চ্যালেঞ্জ হিসাবে নিতে হবে। ছাত্র-ছাত্রীদের মানসিক চাপ থেকে মুক্ত রাখার ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী। ছাত্র-ছাত্রীদের সবচেয়ে বড় শিক্ষক মা। পরীক্ষায় ভালো নাম্বার পেলে বাস্তব জীবনে ভালো হবে এমন নয়। অনেকে কম নম্বার পেয়েও বাস্তব জীবনে অনেক ভালো হয়েছে।
বড়দোয়ালী বিধানসভা কেন্দ্রের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা
20
previous post