আগরতলা : বিরোধী দলনেতা জিতেন চৌধুরীর ভাষা সম্পর্কে জ্ঞান থাকা নিয়ে প্রশ্ন তুললেন মন্ত্রী রতন লাল নাথ। মঙ্গলবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে মন্ত্রী রতন লাল নাথ মন্তব্য করেন ভাষা সম্পর্কে জ্ঞান ঠিক না থাকলে কথা বলা বা বোঝার ক্ষমতা কমই থাকে। জিতেন বাবু সেই অক্ষমতার জাত চেনালেন আবারো। সম্প্রতি একটি মহকুমায় সিপিএম-র একটি কর্মসূচীতে গিয়ে জিতেন বাবু সাংসদ বিপ্লব দেবের সমালোচনা করে মন্তব্য করেছিলেন লম্বা যত নির্বোধ তত। এমনকি বিজেপি- তিপ্রা মথা ও আসামের বর্তমান মুখ্যমন্ত্রীকে বাটফার বলেছেন। এনিয়ে এদিন সাংবাদিক সম্মেলনে মন্ত্রী রতন লাল নাথ সমালোচনা করেন জিতেন চৌধুরীর। রতন লাল নাথ মন্তব্য করেন, যারা দৈহিক লম্বা তাদের সরাসরি অপমান করেছেন জিতেন বাবু। তাই যদি জিতেন চৌধুরী সুস্থ থাকেন তাহলে প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত। রতন লাল নাথ মন্তব্য করেন আবোল তাবোল বলে বাজার গরম করতে চাইছেন বিরোধী দলনেতা।
আবোল তাবোল বলে বাজার গরম করতে চাইছেন বিরোধী দলনেতা—মন্তব্য রতনের
20