61
আগরতলা : রাজ্যের বিদ্যালয় গুলিতে চলছে শিক্ষক সংকট। বিশেষ করে নবম ও দশম শ্রেণীর শিক্ষকের অভাব বেশী। এই অবস্থায় এস টি জি টি নিয়োগ করছে না সরকার। তাই ২০২২ সালের এস টি জি টি পরীক্ষার্থীরা ফের তাদের ফল প্রকাশ করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবি জানান। অভিযোগ তিন বছর অতিক্রান্ত হতে চললেও এখনও নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়নি এস টি জি টি পরীক্ষার্থীদের। ফল প্রকাশের দাবিতে তারা বার কয়েক শিক্ষা ভবনের সামনে এসে ধরনা সংগঠিত করেছেন। কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। ফের পরীক্ষার্থীরা ফল প্রকাশের দাবিতে শিক্ষা ভবনে আসেন বুধবার। শিক্ষা দপ্তরের অধিকর্তাকে না পেয়ে তারা বিক্ষোভ দেখায়। তারা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানায় নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার।