আগরতলা : তিন রাজ্যের ফলাফল নিয়ে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ গর্ববোধ করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে সুশাসন চলছে তাই প্রত্যক্ষ করা গেল রবিবার তিন রাজ্যে বিজেপির ফলাফলে। সোমবার ত্রিপুরা প্রদেশ বিজেপি অফিসে সাংবাদিক সম্মেলনে এই কথা বলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। চার রাজ্যের মধ্যে রবিবার ভোট গণনায় তিন রাজ্যে জয়ী হয়েছে বিজেপি। এনিয়ে সোমবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যরা। সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী চার রাজ্যের জনগণকে আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানান বিজেপি ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের জন্য এই ফলাফল যথেষ্ট তাৎপর্যপূর্ণ। তিন রাজ্যের মানুষ ইন্ডিয়া জোটকে প্রত্যাখ্যান করেছেন।এই ফলে স্পষ্ট। এই নির্বাচনে নরেন্দ্র মোদী সবকা সাথ সবকা বিকাশ ও বিশ্বাস এখানে দেখতে পাওয়া গেছে। কংগ্রেসকে মানুষ প্রত্যাখ্যান করেছেন। এই জয় ইন্ডিয়া জোটের প্রতি সতর্কবার্তা প্রকাশ করছে। তিনি বলেন, প্রত্যেকের প্রত্যাশা পূরণের মধ্য দিয়ে নরেন্দ্র মোদী গ্যারান্টি বাস্তবায়িত করবে। তৃতীয় বার মোদী সরকার এখন আর স্লোগান নয়, মন্ত্রে পরিণত হয়েছে। এটি ভারতবাসীর বিশ্বাস ও ভরসার মন্ত্র। মুখ্যমন্ত্রী আরও বলেন, রাজ্যের দুটি লোকসভা নির্বাচনে জয় নিশ্চিত।
তিন রাজ্যের ফলাফল নিয়ে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ গর্ববোধ করছে—মুখ্যমন্ত্রী
132