77
আগরতলা : রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু সোমবার রাজধানীর শিবনগরস্থিত গেদু মিয়া মসজিদ পরিদর্শন করেন। এদিন রাজ্যপাল গেদু মিয়া মসজিদ পরিদর্শনকালে কথা বলেন মসজিদের ইমাম সহ কর্মকর্তাদের সাথে। রাজ্যপালের সাথে ছিলেন ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান সহ অন্যান্যরা। গেদু মিয়া মসজিদ পরিদর্শন করার পর রাজ্যপাল বলেন গেদু মিয়া মসজিদ ঐতিহাসিক। এই বিষয়ে তিনি স্থানীয়দের কাছ থেকে জানতে পেরেছেন। মসজিদ পরিদর্শনকালে লক্ষ্য করেছেন সেখানে একটি পুকুরও রয়েছে। অত্যন্ত শান্ত এবং সুন্দর পরিবেশে এই মসজিদটি রয়েছে। এটি ত্রিপুরার পর্যটনের আওতায় রয়েছে। তবে মসজিদটি সংস্কারের প্রয়োজন রয়েছে। মসজিদটি সংস্কার করার বিষয়ে রাজ্য সরকারের সাথে কথা বলবেন বলে জানান রাজ্যপাল।