আগরতলা : আগরতলা পুর নিগমের শারদ সম্মান এবছর কোন ২১ টি ক্লাব, পূজা উদ্যোক্তা পাচ্ছে তাদের নাম বুধবার ঘোষণা করা হবে। এবার সেরা মণ্ডপ, প্রতিমা, আলোকসজ্জা, থিম ও মহিলা পরিচালিত পূজাকে সেরার সেরা পুরষ্কার হিসেবে সুদৃশ্য ট্রফি ও ৫০ হাজার টাকা দেওয়া হবে। তাছাড়া আগরতলা পুর নিগমের ৪ টি জোনের মধ্যে ৫১ টি ওয়ার্ড থেকে ৪ টি করে ১৬ টি পুরকার দেওয়া হবে মণ্ডপ, প্রতিমা, থিম ও আলোক সজ্জায়।দেওয়া হবে ২৫ হাজার টাকা করেও। ৩০ ডিসেম্বর হবে পুর নিগমের শারদ সম্মান অনুষ্ঠান আগরতলা রবীন্দ্র ভবনে। উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, সমাজসেবী তথা ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, মেয়র সহ অন্যরা। শারদ সম্মান নিয়ে মঙ্গলবার বিশেষ বৈঠক হয় নিগমের কনফারেন্স হলে। উপস্থিত ছিলেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মণিকা দাস দত্ত, ডেপুটি কমিশনার সহ বিভিন্ন ওয়ার্ডের কর্পোরেটর ও আধিকারিকরা।
৩০ ডিসেম্বর পুর নিগমের শারদ সম্মান
184
previous post